হযরত শাহ জঙ্গী (র:) মাজার শরীফটি আলীপুর ইউপির ০১ নং ওয়ার্ডের অর্ন্তগত কোমরপাড় গ্রামে অবস্থিত। মাজার শরীফটি স্থাপনের কাল সম্পর্কে এখনও বিস্তারিতভাবে জানা যায়নি। যতদুর জানা যায় শাহ জঙ্গী (র:) একজন আধ্যত্বিক জ্ঞান সাধক ছিলেন। মারাত্মক রোগ ব্যধিতে আক্রান্ত সাধারণ মানুষ রোগ মুক্তির আসায় তাঁর নিকট আসতেন এবং বিভিন্ন সময়ে অনেকের রোগমুক্তি হয়েছে বলেও অনেক নজির রয়েছে। এই মাজারটিতে যাওয়ার জন্য আলাদিপুর বাজার হতে বাণীবহগামী যোক ইজি-বাইক বা রিক্সার মাধ্যমে ১০ মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS