Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খেলাধুলা ও বিনোদন

খেলাধুলা

এ উপজেলার বিশেষ উল্লেখযোগ্য খেলাগুলোর নাম ও বিবরণঃ

ফুটবল, ভলিবল, ক্রিকেট, সাঁতার, এ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা 

ক) উল্লিখিত খেলাগুলো রাজবাড়ী সদর উপজেলায় নিয়মিত অনুশীলন হয়ে থাকে।

(গ) এ উপজেলার সাঁতারু ও এ্যাথলেটবৃন্দ জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স ও সাঁতার প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে নিয়মিত কৃতিত্ব অর্জন করে আসছে। 

খেলাধুলার স্থানঃ

রাজবাড়ী জেলা স্টেডিয়াম, রেলওয়ে মাঠ, কলেজ মাঠ।

(ক) সদর উপজেলাঃ খানখানাপুর, বরাট ভাকলা, কোলা, মূলঘর, আলাদীপুর, আটদাপূনিয়া, মাটিপাড়া, বসন্তপুর এবং বেলগাছিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠে নিয়মিত খেলাধুলা অনুশীলন হয়ে থাকে। 

খেলাধুলার মাঠ ও স্টেডিয়াম এর অবস্থান

উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবস্থিত ২০টি খেলার মাঠে নিয়মিত খেলাধুলা হয়ে থাকে।

১টি স্টেডিয়াম রাজবাড়ী সদরে অবস্থিত।

বাৎসরিকঅনুষ্ঠিত খেলা সমূহ

প্রথম বিভাগ ক্রিকেট, ফুটবল, ভলিবল লীগ। বাৎসরিক এ্যাথলেটিক, সাঁতার, দাবা, ব্যাডমিন্টন, জুডো-কারাত,আন্তঃউপজেলা ফুটবল, ভলিবল, ক্রিকেট টুর্নামেন্ট।

পালাগান, যাত্রা, মেলা ও বিনোদনের স্থান বিষয়ক তথ্যাদিঃ

ক্রমিক

নং

বিনোদনধর্মীঅনুষ্ঠান/ স্থান

যোগাযোগেরতথ্য

বিনোদনধর্মীকার্যক্রমেরসম্ভাব্যসময়সূচি

বৈশাখীমেলা

স্থান- রাজবাড়ীসদরউপজেলারপাঁচুরিয়াবাজার

আয়োজককমিটি

প্রতিবছরের১লাবৈশাখ

আশ্বিনীসংক্রান্তিউপলক্ষেমেলা(গাশ্বিরমেলা)

আয়োজককমিটি

প্রতিবছরেরআষাঢ়ীপূর্ণিমাতিথি

চড়কেরমেলা

স্থান-রাজবাড়ীসদরউপজেলাধীনমালিডাঙ্গাগ্রামেরপ্রেমচরণফকিরেরবাড়ীসংলগ্নমাঠ

আয়োজককমিটি

প্রতিবছরেরআশ্বিনমাসেরসংক্রান্তিরদিন

চিত্রাসিনেমাহল

সজ্জনকান্দা, রাজবাড়ী।

জনাবমোঃআকতারুজ্জামানরনি

মালিকফোনঃ

প্রতিবছরফাগুনমাসেরকৃষ্ণচতুর্দশীতিথি

বসুন্ধরাসিনেমাহল

সজ্জনকান্দা,রাজবাড়ী

জনাবমোঃআরিফহোসেনচৌধুরী, মালিক, ফোনঃ

প্রতিবছরেরচৈত্রসংক্রান্তিরদিন

সাধনাসিনেমাহল

স্টেডিয়ামসংলগ্ন, দক্ষিণভবানীপুর, রাজবাড়ী

জনাবমোঃতোফাজ্জেলহোসেনমিয়া, মালিক

ফোনঃ

বেলা- ১২-৩০, বেলা- ৩-৩০, সন্ধ্যা- ৬-৩০, রাত- ৯-৩০