রাজবাড়ী আদর্শ বিদ্যালয়টি রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী পৌরসভার ০৭ নং ওয়ার্ডের ডাক্তার ইয়াহিয়ার সড়ক সংলগ্ন মনোরম পরিবেশে ভবানীপুর গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি ০১-০১-১৯৯৫ ইং সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয় হতে সদর থানার দুরত্ব ১ কিলোমিটার। রেলওয়ের ষ্টেশনের দুরত্ব ২ কিলোমিটার বাসষ্ট্যান্ড এর দুরত্ব ১ কিলোমিটার। বিদ্যালয়টির পূর্বে ইয়াছিন উচ্চ বিদ্যালয় পশ্চিমে সূর্য্য নগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় উত্তরে আর এস কে ইনষ্টিটিশন এবং দক্ষিণে মাটিপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয় অবস্থিত। বিদ্যালয়ের মোট জমির পরিমাণ ৫০ শতাংশ। শিক্ষক শিক্ষিকা ০৯ জন। কর্মচারীর সংখ্যা-০২ জন। ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩১১ জন। ভবন-২ টি, কক্ষ সংখ্যা-৬ টি, ল্যাটিন-১ টি, প্রসাব খানা ১ টি, টিউবওয়েল, ১ টি , চেয়ার ১২ টি, টেবিল ০৭ টি
ভবানীপুর গ্রামটি রাজবাড়ী পৌর সভার ০৭ নং ওয়ার্ডে অবস্থিত। রাজবাড়ী পৌর সভা ১৯১৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন হতেই ভবানীপুর গ্রামটি রাজবাড়ী পৌর সভার অর্ন্তগত। কিন্তু ১৯৯৫ সালের আগ মুহুর্ত পর্যন্ত অত্র এলাকায় কোন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি জনাব মোঃ আফছার আলী সরদার, তিনি ০৭ নং ওয়ার্ডের ০৪ বার নির্বাচিত কাউন্সিলার । তার হাত দিয়ে এলাকার নানাবিধ উন্নয়ন সাধিত হয়েছে। অতঃপর তিনি সিদ্ধান্ত নেন এলাকার জন সাধারনের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
সে লক্ষ্যে একটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজন মনে করেন। তার প্রেক্ষিতে ০১-০১-১৯৯৫ ইং তারিখে তিনি এলাকায় সকল জন সাধারণের নিয়ে একটি সভায় মিলিত হন এবং সেখানে সিদ্ধান্ত হয় এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। সিদ্ধান্ত মোতাবেক ০১-০১-১৯৯৫ ইং সাল হইতে শুরু হয় প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা। তিলতিল করে প্রতিষ্ঠানটি এ পর্যায়ে এসে পৌছেছে। শিক্ষা প্রতিষ্ঠানটি নিম্ন মাধ্যমিক হিসাবে ০১-০১-১৯৯৮ ইং সালে প্রাথমিক অনুমতি লাভ করে। এর পর নিম্ন মাধ্যমিক হিসাবে অস্থায়ী স্বীকৃতি লাভ করে ০১-০১-২০০১ ইং সালে । নিম্ন মাধ্যমিক এম পি ও ভূক্তি হয় মে- ২০০৪ সালে। পরবর্তীতে ০১-০১-২০০৯ সালে নবম শ্রেণী খোলার অনুমতি লাভ করে। মাধ্যমিক একাডেমীক স্বীকৃতি লাভ করে ০১-০১-২০১২ ইং সালে। বর্তমান বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী সংখ্যা ৩১১ জন। প্রতিষ্ঠানটি অদ্যবধি সুনামের সহিত পরিচালিত হচ্ছে।
ম্যানেজিং কমিটির নিয়মিত, মেয়াদ কাল ঃ ২৯-১১-২০১১ ইং তারিখ হইতে ২৮-১১-২০১৩ ইং তারিখ পর্যন্ত সদস্য সংখ্যা ১১ জন । তার মধ্যে মহিলা ০১ জন অভিভাবক সদস্য ০৪জন । শিক্ষক প্রতিনিধি ০২ জন। প্রতিষ্ঠাতা সদস্য ০১ জন।
বিগত ৩বছরের ফলাফলঃ জে ,এস, সি -২০১০-৪৪%
২০১১-৭২%
২০১২-৬৬%
এস, এস, সি -২০১১-১০০%, ২০১২-৮০%, ২০১৩-৮২%
শিক্ষা বৃত্তি তথ্যঃ
শ্রেণীর নাম | ছাত্র | ছাত্রী | মোট |
৬ ষ্ঠ | ০৪ | ০৯ | ১৩ |
৭ম | ০৪ | ১৬ | ২০ |
৮ম | ০৬ | ১১ | ১৭ |
৯ম | ০২ | ৪ | ৬ |
১০ ম | ১ | ৪ | ৫ |
| ১৭ | ৪৪ | ৬১ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS