ইবতেদায়ী ১ম শ্রেণি হইতে ফাযিল শ্রেণি পর্যন্ত স্বীকৃতিপ্রাপ্ত। দাখিল ৯ম শ্রেণি হইতে আলিম শ্রেণি পর্যন্ত সাধারণ বিজ্ঞান ও মুজাব্বিদ বিভাগ চালু আছে। মাদ্রাসাটি মফস্বল এলাকায় অবস্থিত।
স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে অধিক পরিমাণে জানা এবং পালনার্থে ১৯৫৭ খ্রি: সনে অত্র প্রতিষ্ঠনটি মরডাঙ্গা ফোরকানিয়া মাদ্রাসা হিসাবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ইসলামী শিক্ষা প্রসারের লক্ষ্যে আশেপাশের জনগণের পরামর্শক্রমে প্রখ্যাত আলেমেদ্বীন, অনেক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসাবে যিনি খ্যাত জনাব মরহুম আলহাজ্ব মো: আব্দুল মতিন সাহেব এবং তত্কালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক জনাব মরহুম আলহাজ্ব আ: ছাত্তার মিয়া সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় উক্ত মাদ্রাসাটি গুপ্তমানিক মৌজায় স্থানান্তরিত করা হয়। প্রতিষ্ঠানটি ১৯৬৪ খ্রি: সনে সরাসরি মাদ্রাসা শিক্ষা বোর্ড হইতে আলিম পর্যায়ে স্বীকৃতি লাভকরে ও পরবর্তীতে ১৯৬৬ খ্রি: সনের ০১/০৭/১৯৬৬ হইতে ফাযিল পর্যায়ে স্বীকৃতি লাভ করে। ১৯৮৪ খ্রি: সন হইতে দাখিল পর্যায়ে বিজ্ঞান ও ১৯৮৬ খ্রি: সন হইতেই দাখিল পর্যায়ে মুজাব্বিদ বিভাগ ও আলিম শ্রেণিতে বিজ্ঞান খোলার অনুমতি পায়। প্রতিষ্ঠালগ্ন হইতেই মাদ্রাসাটি কেন্দ্রীয় পরীক্ষার ফলাফলে সুনাম অর্জণ করে আসছে। বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার কারিকুলাম অনুযায়ী পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে যুগের চাহিদা অনুযায়ী অনার্স কোর্স খোলার পরিকল্পনা রয়েছে।
১ম শ্রেণি | ২১ জন |
২য় শ্রেণি | ১৯ জন |
৩য় শ্রেণি | ২০ জন |
৪র্থ শ্রেণি | ২২ জন |
৫ম শ্রেণি | ৪০ জন |
৬ষ্ঠ শ্রেণি | ৩৮ জন |
৭ম শ্রেণি | ৩২ জন |
৮ম শ্রেণি | ৪৫ জন |
৯ম শ্রেণি | ৪৮ জন |
১০ম শ্রেণি | ৩৫ জন |
আলিম ১ম বর্ষ | ১৯ জন |
আলিম ২য় বর্ষ | ৪৩ জন |
ফাযিল ১ম বর্ষ | ৪৫ জন |
ফাযিল ২য় বর্ষ | ১০ জন |
ফাযিল ৩য় বর্ষ | ১৫ জন |
রেজিষ্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া কর্তৃক অনুমোদিত ও নিয়মিত গভর্ণিং বডি আছে। গভর্ণিং বডি নিম্নরূপঃ
ক্রঃ নং | নাম | পদবী |
১ | জেলা প্রশাসক, রাজবাড়ী | সভাপতি |
২ | জনাব মোঃ মজিবুর রহমান রতন | সহঃ সভাপতি |
৩ | জনাব মাওঃ মোঃ মাহবুবুর রহমান | সদস্য (অভিভাবক) |
৪ | জনাব মোঃ নূরুল আলম মিয়াজী | সদস্য (অভিভাবক) |
৫ | জনাব মোঃ আৰ করিম পাটোয়ারী | সদস্য (অভিভাবক) |
৬ | জনাব আলহাজ্ব মাওঃ সৈয়দ আহমাদ | সদস্য (শিক্ষক প্রতিনিধি) |
৭ | জনাব মোঃ আঃ মালেক মোল্লা | সদস্য (শিক্ষক প্রতিনিধি) |
৮ | জনাব মোঃ আমির সরদার | সদস্য (শিক্ষক প্রতিনিধি) |
৯ | জেলা শিক্ষা কর্মকর্তা, রাজবাড়ী | সদস্য(বিদ্যেতসাহী) ডিজি কর্তৃক মনোনীত |
১০ | বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজবাড়ী সরকারী কলেজ | সদস্য(বিদ্যোতসাহী) ডিজি কর্তৃক মনোনীত |
১১ | জনাব মোৰ সিরাজুদ্দিন বিশ্বাস | সদস্য(বিদ্যোতসাহী) মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান কর্তৃক মনোনীত |
১২ | জনাব ডাঃ আবুল কালাম আজাদ | সদস্য(চিকিঃ) |
১৩ | জনাব মোৰ মুজিবর রহমান রতন | সদস্য(দাতা) |
১৪ | শূণ্য | সদস্য(প্রতিষ্ঠাতা) |
১৫ | অধ্যক্ষ, মরডাঙ্গা সেঃ ফাঃ মাদ্রাসা | সদস্য সচিব |
সন | পরীক্ষার নাম | রেজিঃ শিক্ষার্থী সংখ্যা | পরীক্ষার্থী সংখ্যা | মোট পাশ | পাশের হার | মন্তব্য |
২০১০ | ৫ম সমাপনী | ৩২ | ২৩ | ১৩ | ৫৭% |
|
জেডিসি | ৩৫ | ৩৪ | ২৪ | ৭১% | ||
দাখিল | ৬৬ | ৫১ | ৪৮ | ৯৪% | ||
আলিম | ৩৫ | ৩২ | ১৯ | ৫৯% | ||
২০০৯ | ফাযিল ১ম বর্ষ | ১৯ | ১৩ | ১১ | ৮৫% |
|
ফাযিল ২য় বর্ষ | ১২ | ১২ | ০৬ | ৫০% | ||
ফাযিল ৩য় বর্ষ | ০৪ | ০৪ | ০১ | ২৫% | ||
২০১১ | ৫ম সমাপনী | ২০ | ১৭ | ১৪ | ৮২% |
|
জেডিসি | ৩৭ | ৪৪ | ৪১ | ৯৩% | ||
দাখিল | ৪০ | ২৮ | ২৫ | ৮৯% | ||
আলিম | ১৯ | ২৬ | ১৯ | ৭৩% | ||
২০১০ | ফাযিল ১ম বর্ষ | ২০ | ১৫ | ১১ | ৭৩% | ৪জন অনুঃ |
ফাযিল ২য় বর্ষ | ১৭ | ১৭ | ১৫ | ৮৮% | ২জন অনুঃ | |
ফাযিল ৩য় বর্ষ | ০৯ | ০৯ | ০৮ | ৮৯% | ১জন অনুঃ | |
২০১২ | জেডিসি | ৪৫ | ৩৩ | ৩৩ | ১০০% |
|
দাখিল | ৪৩ | ৩৩ | ৩১ | ৯৪% | ||
২০১১ | ফাযিল ১ম বর্ষ | ২৩ | ২৪ |
|
|
|
ফাযিল ২য় বর্ষ | ১০ | ১১ |
|
| ||
ফাযিল ৩য় বর্ষ | ১২ | ১৩ |
|
|
অত্র প্রতিষ্ঠানে অধ্যায়নরত ৬ষ্ঠ শ্রেণি হইতে আলিম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা সরকারী বিধি মোতাবেক উপবৃত্তি পেয়ে থাকে।
অত্র প্রতিষ্ঠান হইতে বিভিন্ন সময়ে বোর্ড পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর সহ গত ২০১০ ইং সনে দাখিল পরীক্ষায় ৮জনএ+ এবং ২০১১ সনে ৫জন এ+ সহ পাশের হার ৯০% এর উপরে।
একাডেমিক ভবন সম্প্রসারণ, ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধি, ফাযিল বিএসসি সহ অনার্স কোর্স চালু করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS