বিদ্যালয়টি রাজবাড়ী সদর উপজেলার অন্তর্গত বরাট ইউনিয়নের এলাইল মৌজায় পাচুরিয়া রেলস্তেশনের সন্নিকটে অবস্থিত ।বিদ্যালয়ে একটি দ্বিতল ভবন , দুটি একতলা ভবন, একটি পুকুর ও একটি খেলার মাঠ আছে।
১৯৪৬ সালে স্থানীয় ভাকলার জমিদার বাবু জগিন্দ্রনাথ বাগছি মহোদয়ের উদ্যোগে এবং স্থানীয় বরাট , কাটাখালি, পাচুরিয়া আঞ্চলের বিদ্দানুরাগি বাক্তিদের প্রচেষ্টাই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ।
সভাপতিঃ
জনাব হাসান ইমাম চৌধুরী,
শিক্ষক প্রতিনিধিঃ
জনাব হান্নান চৌধুরী
জনাব আব্দুর রশিদ
জনাব তাসলিমা খাতুন
অভিভাবক প্রতিনিধিঃ
জনাব ইদ্দ্রিস আলী চৌধুরী
জনাব আঃ সালাম মোল্লা
জনাব মোঃ সালাম সরদার
জনাব মোঃ নাজমুল হাসান
জনাব নাজমা বেগম
ক-অক্ত সদস্য
জনাব হাবিবুর রহমান
সদস্য সচিব
জনাব সুশীল চন্দ্র দত্ত।
জে এস সি
২০১০-৭১.০২%
২০১১-৮৬.০৬%
২০১২-৭৪.০৯%
জে এস সি ২০১২ সালে এক (০১) জন মেধাবিত্তি প্রাপ্ত ,২০১৩ সালে তিন (০৩) জন সাধারন বিত্তি। এস এস সি ২০১১ সালে চার (০৪) জন জিপিএ ৫ এবং ২০১২ সালে এক (০১) জন জিপিএ ৫। উপজেলা পযায়ে কাবাডিতে রানার্স আপ গ্রীষ্মকালীন খেলাধুলাই উপজেলা পযায়ে ২৭ টি জেলা পযায়ে ২৪ টি প্রাইজ অর্জন এবং বিভাগীয় পযায়ে তিন (০৩) জন ঢাকা গমন।
জে এস সি এবং এস এস সি তে পাশের হার শতভাগে উন্নীত করা । মাধ্যমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিকে উন্নীত করা । জিপিএ ৫ এর সংখ্যা বিদ্ধি করা ।
রাজবাড়ী জেলা সদরের সাথে রেলপথে ও পাকা পথে যোগাযোগ বাবস্থা আছে।
বিত্তি প্রাপ্ত
১০ম শ্রেণীতে এক (০১) জন
৯ম শ্রেণীতে তিন (০৩) জন
৮ম শ্রেণীতে দুই (০২) জন
৭ম শ্রেণীতে দুই (০২) জন
৬ষ্ঠ শ্রেণীতে এক (০১) জন
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS