৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। ২০১০ শিক্ষাবর্ষ থেকে দিবা শিফট এর পাশাপাশি প্রভাতি শিফট চালু হয় এবং প্রতি শিফটের প্রত্যেক শ্রেণিতে দু’টি করে শাখা রয়েছে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে অধ্যয়নের সুযোগ রয়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালনায় একজন সহকারি প্রোগ্রামার এর তত্বাবধান এখানে ১৬ টি কম্টিউটার ও একটি প্রজেক্টর সম্বলিত, রাজবাড়ী জেলার মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে একমাত্র অত্যাধুনিক কম্পিউটার ল্যাব-এ শিক্ষার্থীরা কম্পিউটার বিষয়ে অধ্যয়নের সুযোগ ভোগ করছে। ১.৬৪ একর ভূমির উপর প্রতিষ্ঠিত। বিদ্যালয়টি কাঁটা তারের বেড়া সম্বলিত উঁচু পাকা প্রাচীর ঘেরা। প্রশস্ত খেলার মাঠের উত্তর ও পশ্চিম পাশে অবস্থিত L প্যাটার্নের যথাক্রমে ত্রিতল ও দ্বিতল বিশিষ্ট দক্ষিণ ও পূর্বমুখী ভবন। মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশ শিক্ষণ-শিখনের আদর্শস্থানীয় বিদ্যাপীঠ। ত্রিতল ভবনের উত্তর পার্শ্বে ২০০৫ সালে ৩২ সজ্জা বিশিষ্ট দ্বিতল ছাত্রীনিবাস প্রতিষ্ঠিত হয়।
অর্ধশতাধিক বছর পূর্বে তৎকালিন গোয়ালন্দ মহকুমা সদর -তথা রাজবাড়ী শহরের মেয়েদের শিক্ষাদান কল্পে মাত্র দু’টি ‘টিনসেড’ ঘর নিয়ে এ বিদ্যালয়টির যাত্রা শুরু হয়। অনেক বাধা-বিঘ্ন ও বন্ধুর পথ পরিক্রমায় ১৯৬১ সালের ২৯ মার্চ তৎকালিন মাননীয় মহকুমা প্রশাসক ও পরিচালনা কমিটির সভাপতি জনাব কাজী আজহার উদ্দীন নবরূপে আত্মপ্রকাশকারী বিদ্যালয়টির পাকা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। নির্মিত হয় দ্বিতল ভবন। ক্রমোন্নতি হতে থাকে লেখাপড়ার মানও। এরই ধারাবাহিকতায় ১৯৭০ সালে বিদ্যালয়টিকে জাতীয়করণ করা হয়।
সভাপতি : মাননীয় জেলা প্রশাসক
সদস্য : সিভিল সার্জন, রাজবাড়ি
সদস্য : জেলা শিক্ষা অফিসার, রাজবাড়ি
সদস্য : নির্বাহি প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাজবাড়ি
সদস্য সচিব : প্রধান শিক্ষক
রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী
ফোন-০৬৪১-৬৫৪২৯
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS