Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মুর্শিদ জামাই পাগল মাজার শরিফ
স্থান
রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড এলাকার আলাদিপুর গ্রামে অবসস্থিত।
কিভাবে যাওয়া যায়
রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর বাজার হতে মুর্শিদ জামাই পাগল মাজার রাস্তা ধরে পশ্চিম দিকে ৫০০ মিটার দূরে হাতের বাম পাশে মাজারটির অবস্থান। আলাদিপুর বাজার হতে রিক্সা, ইজি বাইক মারফত মাজারে সহজে যাতায়াতের ব্যবস্থা আছে।
বিস্তারিত

রাজবাড়ী শহরের ৬ কিঃমিঃ দক্ষিণ-পূর্বে আলীপুর ইউপির ০৩ নং ওয়ার্ড এলাকায় ইন্দ্রনারায়নপুর গ্রামে জামাই পাগলের স্মৃতি চিহ্ন হিসেবে একটি শেড নির্মিত হয়। ১৯৬০ সালের দিকে জামাই পাগল নামে এক ব্যক্তিকে সেখানে নেংটি পরা অবস্থায় শেওড়া গাছের নীচে মজ্জুম অবস্থায় দেখা যেত। তাকে কেহ প্রশ্ন করলে তিনি একই প্রশ্নের পুনরাবৃত্তি করতেন। তার মৃত্যুর পর উক্ত স্থানে জামাই পাগলের মাজার নামে একটি মাজার গড়ে উঠেছে। কালের পরিবর্তনে মাজার কম্পাউন্ডে একটি সু-বিশাল মসজিদ গড়ে উঠেছে।