Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বরাট আকিরুননেছা ইসলামিয়া আলিম মাদ্রাসা

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

মাদ্রাসাটি কাঁচরন্দ গ্রামের ২.০৫ একর জমির উপর অবস্থিত। দুইশত মিটার দূরেই বরাট অন্তর মোড় যেখানে দেবগ্রাম, ছোট ভাকলা ও বরাট ইউনিয়নের মিলনস্থল। এখান হতে রাজবাড়ী-গোয়ালন্দ রুটে সবসময় অটোরিক্সা সহ বিভিন্ন যান চলাচল করে। উত্তর পাশেই পদ্মা নদীর বেড়ীবাঁধ। মাদ্রাসায় একটি দ্বিতল ভবনসহ (৬৩ফুট বাই ২২ফুট),(১১৪ফুট বাই ২২ফুট) ও (১০৮ফুট বাই ২২ফুট) বর্গফুটের তিনটি আধাপাকা ঘর আছে। ইহাতে মোট ১৬টি কক্ষ আছে। যাহার ১২টি শ্রেণি কক্ষ, একটি অধ্যক্ষ কক্ষ, একটি শিক্ষক মিলনায়তনসহ একটি স্টোর কক্ষ অবস্থিত। দ্বিতল ভবনটি (৬৩ফুট বাই ২২ফুট) বর্গফুটের চার কক্ষ বিশিষ্ট। মাদ্রাসা ক্যাম্পাসেই ছাত্রছাত্রীদের জন্য সুন্দর খেলার মাঠ আছে। পাশাপাশি মেহগনি, সেগুন, গামারী, আম, কাঁঠাল, নারকেলের যথেষ্ট পরিমাণ বৃক্ষ দ্বারা সুশোভিত। প্রতিষ্ঠানটি সুরক্ষার জন্য এ বছরই একটি গেটসহ সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে। সামনেই সুন্দর মিঠা পানির পুকুর, মাদ্রাসা হোস্টেল এবং দেওয়ান মোঃ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা এবং সিফাতুল্লাহ জামে মসজিদ অবস্থিত।বর্ণিত সকল প্রতিষ্ঠান মিলে মাদ্রাসা কমপ্লেক্স নামকরণ হয়ে শোভা বর্ধন করছে।