মাদ্রাসাটি কাঁচরন্দ গ্রামের ২.০৫ একর জমির উপর অবস্থিত। দুইশত মিটার দূরেই বরাট অন্তর মোড় যেখানে দেবগ্রাম, ছোট ভাকলা ও বরাট ইউনিয়নের মিলনস্থল। এখান হতে রাজবাড়ী-গোয়ালন্দ রুটে সবসময় অটোরিক্সা সহ বিভিন্ন যান চলাচল করে। উত্তর পাশেই পদ্মা নদীর বেড়ীবাঁধ। মাদ্রাসায় একটি দ্বিতল ভবনসহ (৬৩ফুট বাই ২২ফুট),(১১৪ফুট বাই ২২ফুট) ও (১০৮ফুট বাই ২২ফুট) বর্গফুটের তিনটি আধাপাকা ঘর আছে। ইহাতে মোট ১৬টি কক্ষ আছে। যাহার ১২টি শ্রেণি কক্ষ, একটি অধ্যক্ষ কক্ষ, একটি শিক্ষক মিলনায়তনসহ একটি স্টোর কক্ষ অবস্থিত। দ্বিতল ভবনটি (৬৩ফুট বাই ২২ফুট) বর্গফুটের চার কক্ষ বিশিষ্ট। মাদ্রাসা ক্যাম্পাসেই ছাত্রছাত্রীদের জন্য সুন্দর খেলার মাঠ আছে। পাশাপাশি মেহগনি, সেগুন, গামারী, আম, কাঁঠাল, নারকেলের যথেষ্ট পরিমাণ বৃক্ষ দ্বারা সুশোভিত। প্রতিষ্ঠানটি সুরক্ষার জন্য এ বছরই একটি গেটসহ সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে। সামনেই সুন্দর মিঠা পানির পুকুর, মাদ্রাসা হোস্টেল এবং দেওয়ান মোঃ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা এবং সিফাতুল্লাহ জামে মসজিদ অবস্থিত।বর্ণিত সকল প্রতিষ্ঠান মিলে মাদ্রাসা কমপ্লেক্স নামকরণ হয়ে শোভা বর্ধন করছে।
১৯৬৫ সনে কাঁচরন্দ মরহুম সিফাতুল্লাহ জামে মসজিদ কেন্দ্রিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একটি ফোরকানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তারই ধারাবাহিকতায় ১৯৮৫ ইং সনে জনাব মাওলানা আমিন উদ্দিন খান (প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, রাজবাড়ী আদর্শ মহিলা কলেজ) সাহেবের পৃষ্ঠপোষকতায়, মরহুমা আকিরন নেছার এককালীন দান এবং স্থানীয় জনগনের সার্বিক সহযোগিতায় “বরাট আকিরন নেছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা” নামে দাখিল পর্যন্ত উন্নীত হয়। একইভাবে অত্র মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ জনাব মাওলানা মোঃ আব্দুল কাদের সাহেবের আন্তরিক প্রচেষ্টা এবঙ জনাব আমিন উদ্দিন খান সাহেবসহ সমস্ত শিক্ষক মন্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রচেষ্টায় ১৯৯৭ ইং সনে আলিম পর্যন্ত উন্নীত হয়ে প্রতি বছর দাখিল ও আলিম বোর্ড পরীক্ষায় জি,পি,এ ৫ সহ প্রতি বছরই ৯০% এর উপরে এবং ১০০% পাশ করে আসছে। বর্তমানে বিভিন্ন শ্রেণিতে প্রায় ৫০০শত জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছে এবং ১৮ জন শিক্ষক, একজন তৃতীয় শ্রেণির কর্মচারী ও দুইজন চতুর্থ শ্রেণির কর্মচারী কর্মরত আছে। অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়ের সুষ্ঠু পরিচালনায় কর্মরত শিক্ষক মন্ডলী পদ্মা নদীর অববাহিকার অবহেলিত জনপদের জনগনের ছেলেমেয়েদের জ্ঞান বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
ইবতেদায়ী ১ম হইতে ৫ম শ্রেণি পর্যন্ত ১৯৭ জন। দাখিল ৬ষ্ঠ শ্রেণি হইতে ১০ম শ্রেণি পর্যন্ত ২২৯ জন এবং আলিম ১ম ও ২য় বর্ষে ৬০ জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত।
শ্রেণি ভিত্তিকঃ
শ্রেণি | ছাত্রছাত্রীর সংখ্যা |
১ম শ্রেণি | ২৭ জন |
২য় শ্রেণি | ৩২ জন |
৩য় শ্রেণি | ২৫ জন |
৪র্থ শ্রেণি | ৬৩ জন |
৫ম শ্রেণি | ৫০ জন |
৬ষ্ঠ শ্রেণি | ৮৫ জন |
৭ম শ্রেণি | ৫০ জন |
৮ম শ্রেণি | ৫০ জন |
৯ম শ্রেণি | ৩০ জন |
১০ম শ্রেণি | ১৭ জন |
আলিম ১ম বর্ষ | ৩০ জন |
আলিম ২য় বর্ষ | ৩০ জন |
ক্রং নং | কমিটির সদস্যগণের নাম | পদবী |
১ | জনাব মোঃ মেছের আলী খান | সভাপতি |
২ | জনাব মোঃ আব্দুল কাদের | অধ্যক্ষ/সম্পাদক |
৩ | জনাব মোঃ তওসিফ আহমেদ | সদস্য |
৪ | জনাব মোঃ জিয়া উদ্দিন মিয়া রিপন | সদস্য |
৫ | জনাব মোঃ আঃ লতিফ মৃধা | সদস্য |
৬ | জনাব মোঃ শফিকুল ইসলাম | সদস্য |
৭ | জনাব মোঃ লিয়াকত হোসেন মোল্লা | সদস্য |
৮ | জনাব মোঃ শামীম আহমেদ | সদস্য |
৯ | জনাবা ফিরোজা বেগম | মহিলা সদস্য |
১০ | জনাব মোঃ খোন্দকার ছাত্তার | শিক্ষক প্রতিনিধি |
১১ | জনাব মোঃ রফিকুল ইসলাম | শিক্ষক প্রতিনিধি |
১২ | জনাবা আশরোফা আক্তার | শিক্ষক প্রতিনিধি |
শ্রেণি | সাল | ছাত্র | ছাত্রী | মোট | A+ | A | A- | B | C | D | মোট পাশ |
দাখিল | ২০০৯ | ১৩ | ১১ | ২৪ |
| ০৬ | ০৬ | ০৭ | ০৩ |
| ২২ জন |
,, | ২০১০ | ২০ | ১৬ | ৩৬ | ০৪ | ০৬ | ১০ | ১১ | ০৪ |
| ৩৫ জন |
,, | ২০১১ | ১১ | ৩১ | ৪২ | ০১ | ০৭ | ১৬ | ১২ | ০৪ |
| ৪০ জন |
,, | ২০১২ | ১৪ | ১৭ | ৩১ | ০২ | ১১ | ১০ | ০৫ | ০২ |
| ৩০ জন |
আলিম | ২০০৯ | ০৫ | ১০ | ১৫ |
| ০২ |
|
| ০৭ |
| ১১ জন |
,, | ২০১০ | ১১ | ১৩ | ২৪ |
| ০৩ | ০৫ | ০৫ | ০৭ | ০১ | ১৭ জন |
,, | ২০১১ | ০৮ | ১২ | ২০ |
| ০১ | ০২ | ০২ | ১২ | ০১ | ২০ জন |
,, | ২০১২ | ১৬ | ১০ | ২৬ | ০৩ | ০১ | ০৮ | ০৮ | ১০ |
| ২৬ জন |
সমাপনী ২০১১ সনে ৫৬ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে ৩০ জন A+, ১৭ জন A, ১৩ জন A-, ১১ জন B, ও ১২ জন Cপেয়ে পাশ করেছে। পাশের হার ১০০%।
ভবিষ্যতে বিজ্ঞান বিভাগসহ ফাযিল শ্রেণি পর্যন্ত মাদ্রাসাটি উন্নীতকরণ করার পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস