রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর উপজেলাধীন ১১নং মূলঘর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এড়েন্দা দাখিল মাদ্রাসাটি অবস্থিত।
এতদাঞ্চলের ইসলাম ধর্মভীরূ মোঃ আজাহার আলী স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাহায্য ও সহযোগিতায় ১৯৮৫ ইং সনে এড়েন্দা দাখিল মাদ্রাসাটি স্থাপন করেন।
শ্রেণি | মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা |
এবতেদায়ী ১ম | ৩০ |
এবতেদায়ী ২য় | ২৬ |
এবতেদায়ী ৩য় | ২৫ |
এবতেদায়ী ৪র্থ | ২৫ |
এবতেদায়ী ৫ম | ২৬ |
দাখিল ৬ষ্ঠ | ৫২ |
দাখিল ৭ম | ৩৫ |
দাখিল ৮ম | ৪০ |
দাখিল ৯ম | ২৫ |
দাখিল ১০ম | ১১ |
ক্রমিক নং | নাম | পদবী |
১ | জনাব এম,এ,সেলিম | সভাপতি |
২ | সুপার, অত্র মাদ্রাসা | সম্পাদক |
৩ | জনাব হোসাইন আহম্মেদ | সদস্য |
৪ | জনাব মোঃ আব্দুল হাকিম মোল্লা | সদস্য |
৫ | জনাব লতিফ মোল্লা | সদস্য |
৬ | জনাব আব্দুল মজিদ মিজি | সদস্য |
৭ | জনাব আ্ইয়ুব আলী পাটোয়ারী | সদস্য |
৮ | জনাব শাহআলম তালুকদার | সদস্য |
৯ | জনাবা শিল্পী বেগম | সদস্য |
১০ | জনাব মোঃ জাকির হোসেন | সদস্য |
১১ | জনাব মোঃ আজাহার আলী | সদস্য |
১২ | জনাবা আনোরায়া বেগম | সদস্য |
২০১০ ইং সালের ৫ম শ্রেণি সমাপনী পরীক্ষায় কৃতকার্য ছাত্র-ছাত্রীদের মধ্যে ১জন ছাত্র বৃত্তি পেয়েছে এবং ২০১১ ইং সালের জেডিসি পরীক্ষায় কৃতকার্য ছাত্র-ছাত্রীদে মধ্যে ১জন ছাত্রী বৃত্তি পেয়েছে।
আরো যুগোপযোগী শিক্ষা পদ্ধতি চালু করার পরিকল্পনা আছে।
রশোড়া, উপজেলাঃ রাজবাড়ী সদর, জেলাঃ রাজবাড়ী এর অন্তর্গত মূলঘর ইউনিয়নে প্রতিষ্ঠানটি অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস