অত্র বেথুলিয়া বারলাহুরিয়া ছিদ্দিকিয়া ফাফিল মাদ্রাসাটি রাজবাড়ী জেলাধিন রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের অন্তগত বারলাহুরিয়া মৌজায় অবস্থিত।
ক। অত্র প্রতিষ্ঠানে ১/ক সেমি পাকা ১৬০০ বর্গ ফুট ৫ কক্ষ বিশিষ্ট একটি।
খ। সেমি পাকা ১২১৬ বর্গ ফুট ৫ কক্ষ বিশিষ্ট একটি।
গ। ১১২৫ বর্গ ফুট টিন সেড ৪ কক্ষ বিশিষ্ট একটি।
ঘ। ১১৪০ বর্গ ফুট টিন সেড ৪ কক্ষ বিশিষ্ট একটি।
ঙ। ৫৮১ বর্গ ফুট সেমি পাকা ঘর ।
২। ৪৫ শতাংশ ১ টি পুকুর।
৩। সৌচাগার ৯ টি
ক।( ছাত্রদের জন্য ৫ টি)
খ। ( ছত্রীদের ২টি)
গ। (শিক্ষকদের ২ টি)
৪। অখন্ড ভূমি ২ একর ৬ শতাংশ এবং ফসলি ভুমি ৪ একর
ক। (খেলার মাঠ ১ টি)
খ। ( বৃক্ষ ৪০ টি)
গ।
অত্র এলাকার একমাত্র বেথুলিয়া প্রথমিক বিদ্যালয় ব্যতিত ৮০ বর্গ কিঃ মিঃ এর মধ্যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান না এলাকার শিক্ষানুরাগি এবং ধর্মপরায়ন মুসলিম অধ্যসিত এলাকাবাসি মাওলানা ইয়াকুবলাইস সাহেবের অনুপ্রেরনায় উদ্বুদ্ধ হইয়া শতস্ফুর্ত ভাবে নগত অর্থ ও জমি দানের মাধ্যমে এলাকার শিক্ষা ব্যবস্থা উন্নয়ন কল্পে ১৯৫৭ ইংরাজি সনে অএ প্রতিষ্টানটি স্থাপিত হয়। এলাকার গরিব জনগনের ছেলে মেয়েরা এবং পার্শ বর্তী এলাকার ছেলে মেয়েদের লেখাপড়ার সুবন্দ বস্ত কল্পে অসামান্য ভুমিকা রাখে পরবর্তীতে লেখা পাড়ার মান উন্নয়ন এবং আরো উচ্চ শিক্ষা লাফের প্রয়াসে ১৯৬৭ ইংরেজি সনে মাদরাসা শিক্ষাবোর্ড কর্তৃক দাখিল পর্যায়ে শিক্রিতি লাভ করে। পরবর্তীতে ১৯৭১ ইংরাজি সনে আলিম পর্যায়ে শিক্রিতি লাভ করে এবং এলাকার ছাত্র ছাত্রীদের চাহিদা অনুসারে উচ্চতর শিক্ষার জন্য ১৯৯৫ ইংরাজি সনে ফাজিল পর্যায়ে মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক মঞ্জুরি প্রাপ্ত হইয়া অদ্যবধি শুনামের গভনিং বডি কর্তৃক পরিচালিত হইয়া আসিতেছে ।
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | জেলা প্রশাসক রাজবাড়ী | সভাপতি |
০২ | মোঃ কাছিম উদ্দিন সেখ (অবসর প্রাপ্ত সিঃ সচিব) | সহ সভাপতি |
০৩ | আব্দুর রহিম | প্রতিষ্ঠাতা সদস্য |
০৪ | মাওলানা আব্দুল আজিজ | বিদ্যৎসহীসদস্য |
০৫ | প্রফেসর আব্দুল কাদের | বিদ্যৎসহীসদস্য |
০৬ | খন্দকার হাবিবুর রহমান | বিদ্যৎসহীসদস্য |
০৭ | খন্দকার আব্দুল হালিম | অভিভাবকসদস্য |
০৮ | খন্দকার আঃ রাজ্জাক | অভিভাবকসদস্য |
০৯ | মাওলানা আবুল বাশার | অভিভাবকসদস্য |
১০ | মোঃ মতিয়ার রহমান সেখ | শিক্ষক প্রতিনিধি |
১১ | খন্দকার আঃ মান্নান | শিক্ষক প্রতিনিধি |
১২ | মোঃ আফতাবুদ্দিন | শিক্ষক প্রতিনিধি |
১৩ | ডাঃ মোঃ আব্দুর রশিদ | চিকিৎসক সদদ্য |
১৪ | খন্দকার মোহাম্মদ আব্দুল লতিফ | অধ্যক্ষ সদস্য সচিব |
৬ষ্ঠ=০১ জন (সাধারণ বৃত্তি
ছাত্র= ১৩ জন
ছাত্রী= ৫৩
মোট৬৬ জন উপবৃত্তি পায়
সরকারি বৃত্তি
ছাত্র ছাত্রীদের ঝরেপরারোধ ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করণ কল্পে অভিভাবক সম্মেলন মাদরাসার ভৌত অবকাঠামের উন্নয়ন ও ছাত্রাবাস নির্মান এবং সিমানা প্রচির নির্মান করণ গুনগত ও সংখ্যাগত মান বৃদ্ধি করা ।
রাজবাড়ি জেলা ও উপজেলা সদর হতে বাস বা অটো সিক্সাযোগে মাটিপাড়া বাজার ৫ কিমি. দক্ষিনে বালিয়াকান্দি সড়ক, মাটিপাড়া বাজার হতে পশ্চিমিমে ২ কিঃ মিঃ পাকা রাস্তার সংলগ্ন মাদরাসাটি অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস