মাদ্রাসাটি সাদীপুর গ্রামের .৮৬ একর জমির উপর অবস্থিত। পাঁচশত মিটার দূরেই বড় একটি বাজার আছে যার নাম কুটিরহাট বাজার। এখান থেকে সবসময় অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। মাদ্রাসাটির পূর্বপাশ দিয়ে পাকা রাস্তা আছে। এই রাস্তা দিয়ে রাজবাড়ী, গোয়ালন্দ, ফরিদপুর, বালিয়াকান্দি, কুষ্টিয়াসহ বিভিন্ন স্থানে অল্পসময়ের মধ্যে যাওয়া সম্ভব। মাদ্রাসায় একটি একতলা ভবনসহ আরো তিনটি আধাপাকা ও ২টি হোস্টেল এবঙ একটি মসজিদ আছে। এতে সর্বমোট ২৫টি কক্ষ আছে। যারমধ্যে ১৭টি শ্রেণিকক্ষ, একটি অধ্যক্ষ, একটি শিক্ষক মিলনায়তন ও একটি স্টোররুম আছে। মাদ্রাসা ক্যাম্পাসেই ছাত্র-ছাত্রীদের জন্য সুন্দর খেলার মাঠ আছে। পাশাপাশি মেহগনি, আম, ছবেদা, কড়ই ইত্যাদি গাছ দ্বারা মাদ্রাসাটি সুশোভিত। বর্ণিত সকল প্রতিষ্ঠান মিলে মাদ্রাসা কমপ্লেক্স নামকরণ হয়ে শোভাবর্ধন করছে।
১৯৮৪ ইং সনে সাদীপুর গ্রামের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আঃ মালেক সহ একটি এবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তারই ধারাবাহিকতায় ১৯৮৬ ইং নে অধ্যক্ষ মোঃ আঃ মালেক সাহেবের পৃষ্ঠপোষকতায় এবঙ আলহাজ্ব মোঃ হোসেন, আঃ ছাত্তার হাওলাদার ও স্থানীয় জনগনের সার্বিক সহযোগিতায় হযরত মোহাম্মদ (সঃ) এর মাতার নামে "আমিনা" নামকরণ করা হয়। সাদীপুর আমিনা দাখিল পর্যন্ত উন্নীত হয়। একইভাবে অত্র মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ সাহেবের আন্তরিক প্রচেষ্টা এবঙ আলহাজ্ব আমির হোসেন ও মোঃ আঃ ছাত্তার হাওলাদার সহ শিক্ষক মন্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রচেষ্টায় ১৯৮৯ ইং সনে আলিম এবং ১৯৯৪ ইং সনে ফাযিল পর্যায়ে উন্নীত হয়। প্রতি বৱসর ৫ম শ্রেণি সমাপনী, জেডিসি, দাখিল, আলিম ও ফাযিল বোর্ড পরীক্ষায় জিপিএ ৫ সহ প্রতি বৱসর ৯৮% এর উপরে এবং ১০০% পাশ করে। বর্তমান বিভিন্ন শ্রেণিতে প্রায় ৫০০ শতাধিক ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছে এবং ২৩ জন শিক্ষক ২ জন তৃতীয় শ্রেণির কর্মচারী ও ৪ জন চতুর্থ শ্রেণির কর্মচারী কর্মরত আছে।
অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়ের সুষ্ঠু পরিচালনায় কর্মরত শিক্ষক মন্ডলী দ্বারা অবহেলিত জনপদের জনগনের ছেলেমেয়েদের জ্ঞানবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শ্রেণি | ছাত্র | ছাত্রী | মোট |
১ম | ২০ | ৩৩ | ৫৩ |
২য় | ১৫ | ১৫ | ৩০ |
৩য় | ১০ | ১৫ | ২৫ |
৪র্থ | ১৫ | ১৫ | ৩০ |
৫ম | ১১ | ১৪ | ২৫ |
৬ষ্ঠ | ২০ | ৩০ | ৫০ |
৭ম | ১৪ | ২১ | ৩৫ |
৮ম | ১৮ | ২৪ | ৪২ |
৯ম | ১১ | ১৩ | ২৪ |
১০ম | ১৫ | ৯ | ২৪ |
আলিম ১ম বর্ষ | ১৬ | ২৮ | ৪৪ |
আলিম ২য় বর্ষ | ১৭ | ১৬ | ৩৩ |
ফাযিল ১ম বর্ষ | ১৬ | ৬ | ২২ |
ফাযিল ২য় বর্ষ | ১০ | ১ | ১১ |
ফাযিল ৩য় বর্ষ | ৩ | ৩ | ৬ |
ক্রমিক নং | নাম | পদবী |
১ | জেলা প্রশাসক, রাজবাড়ী | সভাপতি |
২ | জনাব নুর মোহাম্মদ ভূইয়া | সহ-সভাপতি |
৩ | জনাব মোঃ আঃ রাজ্জাক ঢালী | সদস্য (অভিভাবক) |
৪ | জনাব মোঃ আব্বাস আলী মোল্যা | সদস্য (অভিভাবক) |
৫ | জনাব মোঃ আলিমুজ্জামান বাবুর | সদস্য (অভিভাবক) |
৬ | জনাব মোঃ আঃ রহমান শেখ | সদস্য (শিক্ষক প্রতিনিধি) |
৭ | জনাব মোঃ আবু জাফর | সদস্য (শিক্ষক প্রতিনিধি) |
৮ | জনাব মোঃ আঃ সাত্তার হাওলাদার | সদস্য (শিক্ষক প্রতিনিধি) |
৯ | জেলা শিক্ষা কর্মকর্তা, রাজবাড়ী | সদস্য (বিদ্যেৎসাহী) ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত |
১০ | বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজবাড়ী সরকারী কলেজ | সদস্য (বিদ্যেৎসাহী) ডিজি কর্তৃক মনোনীত |
১১ | জনাব নূর মোহাম্মদ ভূইয়া | সদস্য (বিদ্যেৎসাহী) মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান কর্তৃক মনোনীত |
১২ | ডাঃ মোঃ সাজ্জাদ হোসেন | সদস্য (চিকিৎসক) |
১৩ | জনাব মোঃ আবুল কালাম আজাদ | সদস্য (দাতা) |
১৪ | আলহাজ্ব মোঃ আমির হোসেন | সদস্য (প্রতিষ্ঠাতা) |
১৫ | অধ্যক্ষ, সাদীপুর আমিনা ফাযিল মাদ্রাসা | সদস্য-সচিব |
শ্রেণি | পাশের সন | মোট পরীক্ষার্থী | পাশের সংখ্যা | পাশের হার |
এবতেদায়ী ৫ম | ২০১০ | ১৭ | ১৩ | ৭৬% |
এবতেদায়ী ৫ম | ২০১১ | ১৭ | ১৭ | ১০০% |
জেডিসি | ২০১০ | ৩০ | ২৪ | ৮০% |
জেডিসি | ২০১১ | ২৪ | ২৪ | ১০০% |
দাখিল ১০ম শ্রেণি | ২০০৮ | ২৩ | ২৩ | ১০০% |
দাখিল ১০ম শ্রেণি | ২০০৯ | ২০ | ২০ | ১০০% |
দাখিল ১০ম শ্রেণি | ২০১০ | ২২ | ২২ | ১০০% |
দাখিল ১০ম শ্রেণি | ২০১১ | ৪০ | ৩৯ | ৯৭% |
দাখিল ১০ম শ্রেণি | ২০১২ | ৩২ | ৩১ | ৯৬% |
আলিম | ২০০৮ | ১২ | ১১ | ৯১% |
আলিম | ২০০৯ | ৯ | ৮ | ৮৮% |
আলিম | ২০১০ | ১৯ | ১৬ | ৮৪% |
আলিম | ২০১১ | ২৪ | ২৩ | ৯৫% |
আলিম | ২০১২ | ১৮ | ১৮ | ১০০% |
ফাযিল | ২০০৮ | ২ | ২ | ১০০% |
ফাযিল ১ম বর্ষ | ২০০৯ | ৪ | ৪ | ১০০% |
ফাযিল ২য় বর্ষ | ২০০৯ | ২ | ১ | ৫০% |
ফাযিল ৩য় বর্ষ | ২০০৯ | ১ | ১ | ১০০% |
ফাযিল ১ম বর্ষ | ২০১০ | ৫ | ৫ | ১০০% |
ফাযিল ২য় বর্ষ | ২০১০ | ৩ | ২ | ৬৬.৬৫% |
ফাযিল ৩য় বর্ষ | ২০১০ | ১ | ১ | ১০০% |
ফাযিল ১ম বর্ষ | ২০১১ | ৭ | ৭ | ১০০% |
ফাযিল ২য় বর্ষ | ২০১১ | ৬ | ৬ | ১০০% |
ফাযিল ৩য় বর্ষ | ২০১১ | ৩ | ৩ | ১০০% |
ফাযিল ১ম বর্ষ | ২০১২ | ১১ |
|
|
ফাযিল ২য় বর্ষ | ২০১২ | ৬ |
|
|
ফাযিল ৩য় বর্ষ | ২০১২ | ৫ |
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস