Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাদীপুর আমিনা ফাযিল মাদ্রাসা

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

মাদ্রাসাটি সাদীপুর গ্রামের .৮৬ একর জমির উপর অবস্থিত। পাঁচশত মিটার দূরেই বড় একটি বাজার আছে যার নাম কুটিরহাট বাজার। এখান থেকে সবসময় অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। মাদ্রাসাটির পূর্বপাশ দিয়ে পাকা রাস্তা আছে। এই রাস্তা দিয়ে রাজবাড়ী, গোয়ালন্দ, ফরিদপুর, বালিয়াকান্দি, কুষ্টিয়াসহ বিভিন্ন স্থানে অল্পসময়ের মধ্যে যাওয়া সম্ভব। মাদ্রাসায় একটি একতলা ভবনসহ আরো তিনটি আধাপাকা ও ২টি হোস্টেল এবঙ একটি মসজিদ আছে। এতে সর্বমোট ২৫টি কক্ষ আছে। যারমধ্যে ১৭টি শ্রেণিকক্ষ, একটি অধ্যক্ষ, একটি শিক্ষক মিলনায়তন ও একটি স্টোররুম আছে। মাদ্রাসা ক্যাম্পাসেই ছাত্র-ছাত্রীদের জন্য সুন্দর খেলার মাঠ আছে। পাশাপাশি মেহগনি, আম, ছবেদা, কড়ই ইত্যাদি গাছ দ্বারা মাদ্রাসাটি সুশোভিত। বর্ণিত সকল প্রতিষ্ঠান মিলে মাদ্রাসা কমপ্লেক্স নামকরণ হয়ে শোভাবর্ধন করছে।