বিদ্যালয়টি রাজবাড়ী জেলার সদর উপজেলাধীন রামকান্তপুর ইউনিয়নে মাটীপাড়া গ্রামে অবস্থিত। ৮ টি কক্ষ বিশিষ্ট দুই তলা ১ টি বিল্ডিং, ২টি কক্ষ বিশিষ্টি একতলা ১বিজ্ঞানাগার, ৩ কক্ষ বিশিষ্ট ১টি টিন সেড ওয়াল ঘর । ৮টি শ্রেণী কক্ষ, ১টি কমনরুম, ১টি লাইব্রেরী ও ১টি কম্পিউটার কক্ষ ১টি অফিস কক্ষ বিদ্যমান।
১৯৬৬ সালে এলাকার গণ্যমান্য ব্যক্তি সহযোগিতায় বিদ্যালয়টি স্থাপিত। ১৯৬৯ ও ১৯৭৩ সালে যথাক্রমে জুনিয়র হিসেবে স্বীকৃতি ও নবম শ্রেণী খোলার অনুমতি লাভ করে। প্রায়ত কাজী জিয়াউদ্দিন সাহেবের আর্থিক সাহায্য দানের কারণে তাঁহার পিতা ছমিরউদ্দিন সাহেবের নামে নামকরণ হয়। ১৯৭৫ সালে ছাত্র-ছাত্রীরা ১ম এস,এস,সি পরীক্ষায় অংশ গ্রহণ করে ১৯৮৪ সালে এম,পি,ও ভুক্ত হয়।
৬ষ্ঠ-১৪১জন
৭ম-১৩৪ জন
৮ম-১৪০ জন
৯ম-৮০ জন
১০ম-৭২ জন
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | খোন্দকার হাবিবুর রহমান | সভাপতি |
০২ | খোঃ মোঃ আব্দুল বারি | শিক্ষক প্রতিনিধি |
০৩ | মোহাম্মদ শাহীদুল ইসলাম | ঐ |
০৪ | মোছাঃ শাহিনা আখতার | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি |
০৫ | মোঃ আকবর আলী মোল্লা | অভিভাবক সদস্য |
০৬ | এ.টি.এম আব্দুল্লাহ | ঐ |
০৭ | মোঃ আমজাদ হোসেন | ঐ |
০৮ | মোঃ মোকছেদ আলী | ঐ |
০৯ | মমতাজ বেগম | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য |
১০ | শূণ্য | প্রতিষ্ঠাতা সদস্য |
১১ | শূণ্য | দাতা সদস্য |
১২ | মোঃ আবুল হোসেন শিকদার | কো-অপ্ট সদস্য |
১৩ | প্রধান শিক্ষক | সদস্য সচিব |
এস,এস,সি-২০০৮-৮৪.৮৫%
এস,এস,সি-২০০৯-৭৩%
এস,এস,সি-২০১০-৭৯.৪৮%
এস,এস,সি-২০১১-৭৪.৬২%
এস,এস,সি-২০১২-৯৭.৫৩%
১১৭ জন
সরকারি বৃত্তি
শিক্ষার মান উন্নয়ন সহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নতি করণ।
রাজবাড়ি শহর থেকে ৫ কিমি. দক্ষিনে বালিয়াকান্দি সড়কের পাশে মাটীপাড়া বাজারের পশ্চিমে অবস্থিত।
ফারজানা খাতুন ৮ম শ্রেণী
সোহানা আক্তার ৮ম শ্রেণী
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস